রঞ্জন মজুমদার শিবু : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ময়মনসিংহ জেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যারয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয ফুটবল টুর্নামেন্ট-২০২২” শুরু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মেখ হাসিনা প্রান্তিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু হয়েছিল বলেই তারা আজ জাতয়ি পর্যাযে অবদান রাখতে সক্ষম হয়েছে। এই খেলোযাড়দের আরো উন্নত মানের প্রশিক্ষন দিয়ে তৈরী করতে হবে যেন তারা আন্তর্জাতিক ভাবেও ভ’মিকা রাখতে পারে। তিনি আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিমূলে খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করলে শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয়। মেয়র বলেন, আজকের শিশুদের আগামীদিনে এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে। জাতির সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। তারা যেন ভুল পথে পা না বাড়ায় সে দিকেও লক্ষ্য রাখতে হবে। তবেই প্রতিটি শিশু সঠিক ভাবে গড়ে উঠবে।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম তারাকান্দা উপজেলার মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে জয়লাভ করে অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ১-০ গোলে ফুলপুর উপজেলার বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে জয়লাভ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা, মহানগর আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ্এহতেশামুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ রফিক উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান ও মোঃ শহদিুজ্জামান সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মোঃ মনোয়ার হোসেন মনির এবং সহযোগী ছিলেন জিয়াউল হক ও হেলাল উদ্দিন।
আপনার মতামত লিখুন :