ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের বার্ষিক ভোজ অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন / ২৪২
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের বার্ষিক ভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর অমৃতবাবু রোডস্থ এসোসিয়েশন ভবনে এ বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ময়মনসিংহের অতিরিক্ত কর কমিশনার ড. শামছুল আরেফিন। দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজল ইসলাম রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কর অঞ্চল ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার আশিস কুমার সরকার, সদর দপ্তর প্রশাসন সার্কেল-১ মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নূরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মুঞ্জুরুল হক বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ সহ কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, আইনজীবী সমিতির সদস্য বৃন্দ, ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য বৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।