ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ২:০০ অপরাহ্ন / ২৫৪
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” শুরু হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমিন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু করেছিলেন বলেই তারা আজ জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হয়েছে। এই কৃতি খেলোযাড়দের আরো উন্নত মানের প্রশিক্ষন দিয়ে তৈরী করতে হবে যেন তারা আন্তর্জাতিক ভাবেও ভ’মিকা রাখতে পারে। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করলে শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয়। আজকের শিশুরা যেন ভুল পথে পা না বাড়ায় সে দিকেও লক্ষ্য রাখতে হবে। তবেই প্রতিটি শিশু সঠিক ভাবে গড়ে উঠবে।
বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এর মহা পরিচালক মোঃ শাহ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ রফিক উদ্দিন। এসময় বিভাগ, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ জামালপুর জেলা টিম ময়মনসিংহ টিমকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ময়মনসিংহের নান্দাইল উপজেলার টিম ৭-০ গোলে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে জয়লাভ করে।