ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি মাপার সময় প্রতিপক্ষের হামলায় পিতাপুত্র নিহত ঃ আহত ৩


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন / ৬২২৫
ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি মাপার সময় প্রতিপক্ষের হামলায় পিতাপুত্র নিহত ঃ আহত ৩

স্টাফ রিপোর্টার : জমির সঠিক সীমানা ঠিক করতে সরেজমিনে মাপতে গিয়ে ময়মনসিংহ সদরের চুরখাইয়ে প্রতিপক্ষের হাতে পিতা পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, আবুল খায়ের (৬০) ও ফরহাদ হোসেন(২০)। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকালে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তারা হলেন, আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন (১৮), আবুল হাসেম (৪৫) ও আবুল হাসেমের ছেলে আবু সাঈদ (২২)। আহতদের ময়মনসিংহ িেডকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদরের চুরখাই গ্রামে ৪০ শতক জমি নিয়ে আবুল খায়ের ও প্রতিবেশী কামাল হোসেন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বুধবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে বিক্রি করার জন্য বিরোধপূর্ন ওই জমিতে চুরখাই গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুসের বাড়ির আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন দুপুরে তাদের জমির সীমানা নির্ধারণ করতে আমিন (জমি মাপ কারক) নিয়ে সরেজমিনে মাপতে গেলে তাদের জমি পরিমাপে কম হয়। এ সময় পার্শ্ববর্তী কামাল নামীয়দের জমিতে মাপঝোক করতে থাকে। তাদের জমিতে কেন আমিন নামানো হলো এ নিয়ে বিরোধ হলে কামাল তার তিন ছেলে, স্ত্রী সহ অন্যান্যদের নিয়ে ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে। হামলাকারীরা আবুল খায়ের, ছেলে ফরহাদকে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। গুরতর আহত আবুল খায়ের ও ছেলে ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদ্বয়ের লাশ জব্দ করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকান্ডের কারণ চিহ্নিত হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।