ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ন / ১০৩
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই মার্চ বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। আজ সকাল ০৭ টায় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ৭ই মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার ইতিহাস ও অবদানকে জানাতে হবে যাতে তারা সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে ওঠে।
পুষ্পস্তবক অর্পণকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিতি ছিলেন।