ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন / ১০৭
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালন করেছে ময়নসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বুধবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি নগরভবন থেকে শুরু হয়ে টাউনহলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
টাউন হলে র‌্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসের প্রতিপাদ্য এর আলোকে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারী কল্যাণে যে উদ্যোগ নিয়েছেন তাতে দেশে নারী পুরুষের সমতা ও ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সকল ক্ষেত্রে নারীরা আজ ভালো করছে। নারীকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিশ্ব আরও সুন্দর হয়ে উঠবে। মেয়র তার বক্তব্যে নারী উন্নয়নে মসিক গৃহীত বিভিন্ন উদ্যেগকে তুলে ধরেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবসা সহায়তা, নারী শিক্ষার্থীদের ভাতা, এবং নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ইত্যাদি নানা কার্যক্রমের মাধ্যমে নারী উন্নয়নে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়র নারীদের এগিয়ে নেওয়ার পথে সকল প্রতিবন্ধকতা দূরীকরণে সবসময় পাশে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ ্উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুচি আক্তারি মহল বলেন, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি চান আমাদের নারীরা যেন এগিয়ে যায়।
অনুষ্ঠানের সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ ইউসুফ আলী তার বক্তব্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী পুরুষ বৈষম্যকে কমিয়ে আনার বিষয়টি আলোকপাত করেন এবং এ বিষয়ে সরকার গৃহীত নানা উদ্যোগকে তুলে ধরেন। এ সময় মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মসিক সিডিসি ফেডারেশনের সভাপতি শামীমা চৌধুরী, ময়মনসিংহ জেলা শাখার যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, আইনুন নাহার সহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।