যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৩:০৪ অপরাহ্ন / ১৫৫
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস (৫৯ তম জন্মদিন) ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শেখ রাসেল দিবস উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।