শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের বাজার পরিদর্শন

রিপোর্টার / ৭৮ ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রমজান ও আসন্ন ঈদে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির একটি দল নগরীর মেছুয়া বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন।
বুধবার (০৫ এপ্রিল) দুপুরে নগরীর মেছুয়া বাজার, জিলাপিপট্টি, ডাইলপট্টি, মাংস মহল এর বিভিন্ন দোকান পরিদর্শণ করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ক্রেতা সাধারণের সাথে দ্রব্যমূল নিয়ে কথা বলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।
মেছুয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে এছাড়া কোন পণ্যের ঘাটতি নাই। তাই মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নাই। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে এই সংযমের মাসে সবাইকে সহনশীল হয়ে ব্যবসা করার আহবান জানান। এছাড়া দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে এ বাজার পরিদর্শন করেছি।
পরিদর্শন কালে বাজার মনিটরিং কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, চাউল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক বিধূ ভ’ষন সাহা রায়, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যন সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, যাদব লাহেড়ী লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পাপ্পু মিয়া, সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মেছুয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com