স্টাফ রিপোর্টার ঃ মানবাধিকার নেতা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাসগুপ্তের বিরুদ্ধে আনীত মিথ্যা হত্যা মামলা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত হয়রনিী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, ভারতীয় সীমান্তে স্বর্ণা রানী দাস এবং জয়ন্ত কুমার সিংহ হত্যার বিচারের দাবীতে ও বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ধর্মান্তরিত করার অপপ্রয়াস ও সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘর, মঠ-মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, নির্যাতন এবং ধর্ষণৃকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট গৌতম পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, যুব ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট লিটন দাস, অঞ্জন দে, দেবল দাস, কাজল মোহন্ত, দুলাল চন্দ্র সরকার, গীতা পরিষদ সভাপতি অখিল ধর, সঞ্জয় দত্ত, জোর্তিময় সাহা, খোকন দেবনাথ প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়। এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বক্তাগণ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমরাও অংশ গ্রহণ করেিেছ। তাদের সমর্থন দিয়েছি। আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু সেই সুযোগে কিছু দুঃস্কৃতিকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নি সংযোগ, দোকান পাঠে হামলা করছে। এছাড়া মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে। সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে। বক্তাগণ আরও বলেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাসগুপ্তের বিরুদ্ধে আনীত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার করে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।
আপনার মতামত লিখুন :