রাষ্ট্রীয় মর্যাদায় ফুলবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের দাফন


swadeshsangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৬:২৭ অপরাহ্ন / ১০৬
রাষ্ট্রীয় মর্যাদায় ফুলবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের দাফন

ময়মনসিংহের ফুলবাড়িয়া সদর ইউনিয়নের ফুলবাড়িয়া ভাটিপাড়া মৌলভী বাড়ী নিবাসি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মছি এর নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫.২০ মিনিটে ফুলবাড়ীয়া ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজার আগে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম ও ফুলবাড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন বাদল, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজে জানাজায় অংশ নেন।
শুক্রবার সকাল ৯.১০ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মছি। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।