র‌্যাবের অভিযানে দূর্গাপুর হতে ভারতীয় চিনি সহ ৩ চোরাকারবারী গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ২:২৯ অপরাহ্ন / ১৫৬
র‌্যাবের অভিযানে দূর্গাপুর হতে ভারতীয় চিনি সহ ৩ চোরাকারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন তেরী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। ১৫ ফেব্রুয়ারি রাতে অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন তেরীবাজার ঘাটসংলগ্ন আলাল সরদার এর গোডাউনে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে বিক্রয়ের উদেশ্য অবস্থান করাকালে আসামী রাজু সরকার (৩৮), পিতাঃ রাখাল সরকার, সাং- সাধুপাড়া, থানাঃ দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, মনসুর আলী (৩৭), পিতাঃ মৃত জাহেদ আলী, সাং- রাতরা, থানাঃ দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, ও মাজহারুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ রইছ উদ্দিন, সাং- খালিশা পাড়া, থানাঃ দূর্গাপুর, জেলা- নেত্রকোনাত্রয়কে আটক করে। ধৃত আসামীদের দখলে হতে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করত জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।