স্টাফ রিপোর্টার : নেত্রজোনা জেলার মদন থানাধীন পূর্বশত্রুতার জের ধরে যুবক খুনের সাথে জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারি সকাল ৬টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বেখৈরহাটি বাজার থেকে উক্ত হত্যাকান্ডের মূলহোতা আসামী মোঃ কবির খান ( ৫০), পিতা- মৃত চান খাঁ @ চাঁদু খাঁ, সাং- মাখনা (দক্ষিনপাড়া), থানা- মদন, জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করে। এসময় আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে ভিকটিম সাজাত মিয়্কা ছুরিকাঘাতে হত্যা করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোনা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২২ইং সকাল সাড়ে ১০টায় মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের দক্ষিণ মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজাত মিয়া ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। উক্ত ঘটনার দিন সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে থাকে। এ সময় শ্যালক কবির হোসেন, শহীদ মিয়ার সঙ্গে সাজাত মিয়ার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজাত মিয়ার ওপর হামলা করে। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মদন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে, হত্যাকারীদের বিরুদ্ধে ভিকটিমের ভাই বাদী হয়ে গত ২৯ ডিসেম্বর, ২০২২ইং সকাল ৮টায় নেত্রকোনা জেলার মদন থানায় পেনাল কোড-১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামের একজন হুকুমের আসামীকে আটক করেছিল পুলিশ।
আপনার মতামত লিখুন :