স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কানুরামপুর বাজার হতে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গত ০১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কানুরামপুর বাজারে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণের নিমিত্তে আভিযানিক দলটি ০২ নভেম্বর রাতে উল্লেখিত ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী- মোঃ আফাজ উদ্দিন (৫০), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-রামপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা’কে ধৃত করে। সেইসাথে ধৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ২০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্র প্রক্রিয়াধীন।