লায়ন ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে ইকুয়ালিটি ইন লিডারশীপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ১:৫৩ অপরাহ্ন / ২২৯
লায়ন ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে ইকুয়ালিটি ইন লিডারশীপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ লায়ন ক্লাব অব ময়মনসিহ জেলা ৩১৫-এ-৩ বাংলাদেশ এর উদ্যোগে গত ১৩ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টায় নগরীর চরপাড়াস্থ পারমিতা চক্ষু হাসপাতালের কনফারেন্স রুমে ইকুয়ালিটি ইন লিডারশীপ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে সেখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লায়ন জেলা গভর্ণর ও বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান (প্রথম) ফারহানা বক্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজ সেবক লায়ন ডাঃ হরিশংকর দাশ।
জেলা লায়ন্স ক্লাবের সেক্রেটারী রিয়াদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন লায়ন মোঃ মিজানুর রহমান খান, লায়ন এম এম এ বাশার, লায়ন এস. কে. কামরুল, লায়ন মোঃ শামছুল আলম, লায়ন মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, লায়ন স্বপন সেন গুপ্ত, লায়ন রাখাল চন্দ্র সরকার, লায়ন শওকত জাহান বেগম রানী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাবের সদস্যগণ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উসমান গনী সুমন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন পারমিতা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।