শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন / ১৫৯
শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে শম্ভুগঞ্জ পূর্ব বাজার তপন প্লাজার ২য় তলায় এ পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাজীব কুমার সাহা, সহ-সভাপতি মোঃ বদরুল হায়দার, সহ-সাধারণ সম্পাদক হাকীম ডা: সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কোষাধ্যক্ষ সৌভিক দত্ত শুভ্র, দপ্তর ও প্রচার সম্পাদক ইন্দ্রজিৎ সাহা রিংকু, কার্যকরী সদস্য-১ মো: নুরুল হক, কার্যকরী সদস্য-২ শ্যামল কান্তি পাল।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি প্রবীণ চিকিৎসক সতেন্দ্র মোহন সাহা। এর আগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান প্রদীপ সাহা। প্রবীণ চিকিৎসক সতেন্দ্র মোহন সাহা এর সভাপতিত্বে এবং সদস্য মোঃ নুরুল হক এর সঞ্চালনায় পরিচিতি সভায় শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাহিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক রাজীব কুমার সাহা, স্থানীয় ঔষধ ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান, নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী আবুল কালাম আজাদ জীবন, আব্দুর রহমান উজ্জল, মোঃ শহীদুল ইসলাম, আবুল কালাম আজাদ কাসেম প্রমুখ। এসময় সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য, নির্বাচনে অংশ গ্রহণকারী সদস্যবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হল নির্বাচন। প্রতি দুই বছর অন্তর এই ভাবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারাবহিকতা বজায় রাখবেন। মানুষের বিপদে পাশে দাঁড়াবেন। নির্বাচনে বিজয়ী এবং পরাজিত উভয়কে শুভেচ্ছা জানাই। সংগঠনের যে কোন কাজ সকলে মিলে করবেন। তবেই সংগঠন এগিয়ে যাবে। উল্লেখ্য গত ২৮ জানুয়ারী/২০২৩ উৎসব মূখর পরিবেশে শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।