শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন / ১৭৭
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ মঙ্গলবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির আলোকে ময়মনসিংহ জেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (রাত ১২টা ১মিনিটে) নগরীর টাউন হল প্রাঙ্গনে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ২০ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন (রচনা/চিত্রাংকন/সুন্দর বাংলা হাতের লিখা প্রতিযোগিতা)। স্থান-শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা/ বাংলাদেশ শিশু একাডেমি, ময়মনসিংহ/শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। ২১ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা। দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক ময়মনসিংহ সিটি কর্পোরেশন, পৌরসভাসমূহ, জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহ এবং ইউনিয়ন পরিষদসমূহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন। দিনব্যাপী স্থানীয় ক্যাবল/টিভি চ্যানেলে ভাষা আন্দোলনভিত্তিক প্রামাণ্রচিত্র প্রদর্শণ। সুবিধাজন সময়ে বিভিন্ন সামাজিক/সাংস্কৃতিক সংগঠন কর্তৃক খোলা ট্রাকে দেশাত্ববোধক সংগীত পরিবেশন। সুবিধাজন সময়ে ক্ষুদ্রনৃগোষ্ঠী জনগণের অংশগ্রহণে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন। বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং একুশের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।