স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ফল ও মিষ্টি নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মন্ডপে মন্ডপে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ উপলক্ষ্যে শনিবার সপ্তমীতে ৩১ ও ৩২ নং ওয়ার্ডে এবং রবিবার অষ্টমীতে ২৩, ২৪ ও ৩৩ নং ওয়ার্ডের পূজামন্ডপ সহ শহরের বিভিন্ন মন্ডপে শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। এ সময় প্রতিটি মন্ডপকে পূজা উদযাপন বাবদ ৫ হাজার টাকা এবং সিসি টিভি ক্যামেরা স্থাপনে সহযোগিতা বাবদ ২ হাজার টাকা প্রদান করেন তিনি। মঙ্গলবার নবমীতেও নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা উপহার পৌছে দেন মেয়র। এসময় মেয়র বলেন, হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে আরও আনন্দমুখর ও সুষ্ঠু উদযাপনে সবসময় পাশে থেকেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ ধারা অব্যাহত থাকবে। মন্ডপের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, সড়ক মেরামতের ব্যবস্থা করা হয়েছে। পুজা আয়োজনে যে কোন প্রয়োজনে সাড়া দিতে সিটি কর্পোরেশনে একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। মেয়র আরও বলেন, আজ দশমী। দশমীর বিসর্জনও যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জন ঘাট প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্যান্ডেল, সিকিউরিটি বুথ, প্রবেশ ও বাহির হবার রাস্তা নির্মাণ, মেডিকেল বুথ ও পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। মেয়র আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় প্রতিবারের মত এবছরও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হবে।
মন্ডপ পরিদর্শনকালে কাউন্সিলর ফারুক হাসান, শিতল সরকার, মোঃ আমিনুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভিন, শাহনাজ পারভীন, কাউন্সিরর মোঃ শাহজাহান, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ পূজা মন্ডপসমূহের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :