জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর জন্মদিন আঠারো অক্টোবর। এদিনে ময়মসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা, রাধাকানাই চৌধুরীবাড়ি প্রাঙ্গণে প্রস্তাবিত ‘শেখ রাসেল স্মৃতি পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। আওয়াল চৌধুরী ও রেবেকা চৌধুরী’র উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ বেগম, আ. কাদের চৌধুরী মুন্না, স্বাস্থ্য কর্মী শাকিল চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :