স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিশুদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :