সকল ধর্ম ও বর্ণের মানুষ সহবস্থানে থেকে ধর্মীয় উৎসব পালন করছে-মেয়র টিটু


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ৪:১০ অপরাহ্ন / ১৩৬
সকল ধর্ম ও বর্ণের মানুষ সহবস্থানে থেকে ধর্মীয় উৎসব পালন করছে-মেয়র টিটু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ধর্মসভা দুর্গাবাড়ী মন্দিরের সংযোগ সড়কে সিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধায় ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, আপনাদের চাহিদা মোতাবেক দুর্গাবাড়ী মন্দিরের উন্নয়নে আমরা সার্বিক ভাবে চেষ্টা করেছি কাজ করার জন্য। এছাড়াও শ্মশানঘাট সহ অন্যান্য মন্দিরের উন্নয়নেও আমরা চেষ্টা করেছি। দুগাবাড়ীর অভ্যন্তরীন এই সড়কটি নাজুক অবস্থায় ছিল। ভক্তদের আশা যাওয়ায় খুবই সমস্যা হতো। বিভিন্ন ধর্মীয় উৎসব পালন কালে হাজার হাজার ভক্ত সমাগত হতো এবং রাস্তা নীচু থাকার কারণে তাদের সমস্যা হতো। আপনাদের সকলের সহযোগিতায় এই রাস্তাটি সংস্কার করে সম্পন্ন করতে পেরেছি। সে জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই। তাছাড়া দুগাবাড়ী যে প্রধান সড়কটি রয়েছে আবহাওয়া ভালো থাকলে তাও আমরা পূজার আগে সংস্কার করতে পারব বলে আশা রাখি। বৈরী আবহাওয়ার কারণে আমরা আগে করতে পারিনি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজ সকল ধর্মের বর্ণের মানুষ সহবস্থান বজায় রেখে শান্তিপূর্ন ভাবে ধর্মীয় উৎসব পালন করছে। কোন ধর্মেরই মানুষের এখন ধর্মীয় উৎসব পালনে কোন বাধা নাই। এর সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় যে লক্ষ্যকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন তার সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। সে জন্য আপনাদের সকলের দোয়া আর্শিবাদ কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, প্রধান প্রকৌশলী বিদ্যৎ জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, জন সংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুগাবাড়ি মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট পীযুষ কান্তি সরকার, মহানগর সাধারণ সম্পাদক উত্তম চক্রবতী রকেট, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, কাউন্সিলর শীতল সরকার, হামিদা পারভীন, সাবেক কাউন্সিলর বাবুল রায়, কানাই বলাই বিগ্রহ মন্দিরের সমন্বয়ক ও প্রবর্তক সংঘের সভাপতি সীতেশ পাল, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ, দুর্গাবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী অরুণ ভট্টাচার্য। বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) সদস্যবৃন্দ ও সুধি ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মেয়র মন্দির প্রাঙ্গণে পৌছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দুর্গাবাড়ী মন্দিরের নেতৃবৃন্দ।