সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

সিটি কর্পোরেশনের আরও এলাকা আধুনিক এলইডি বাতিতে আলোকিত হলো

রিপোর্টার / ২৪৩ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর টাউন হল মোড় হতে জেসি গুহ রোড ও সংযুক্ত সড়ক সমূহে পোলসহ আধুনিক এলইডিবাতি উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শুক্রবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে সুইচ চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সড়কবাতিতে এলাকার আলো ও নিরাপত্তা বৃদ্ধি করেছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় পোলসহ এ সড়কবাতি সমূহ স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় ৪৯ কোটি টাকা ব্যায়ে প্রায় ১৮১ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হবে। প্রকল্পটি এ বছর ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ সময় মসিকের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, কাউন্সিলর তাজুল আলম, ফারুক হাসান, নিয়াজ মোর্শেদ, কামাল খান, ১০,১১,১২ নং ওয়ার্ডের কাউন্সিলর রোকশানা শিরিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com