স্টাফ রিপোর্টার : শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্বদেশী বাজার শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দির সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক জ্ঞান অভীক্ষা ও মন্ত্র উচ্চারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন চত্বরে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৪টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক জ্ঞান অভীক্ষা ও মন্ত্র উচ্চারণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এসময় তিনি অংশ গ্রহণ কারীদের সাথে গীতার বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেন এবং শিক্ষার্থীরাও ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ এর সভাপতিত্বে প্রশ্নের উত্তর দেন। রেঞ্জ ডিআইজি তাদের প্রশ্নের উত্তরে খুশি হন। এমন আয়োজনের জন্য আয়োজক কমিটিকে রেঞ্জ ডিআইজি ধন্যবাদ জ্ঞাপন করেন। শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব শ্রীমতি অন্নপূর্না দেবনাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী হিল্লোল ফৌজদার। স্বাগত বক্তব্য রাখেন স্বদেশী বাজার শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী তপন ঘোষ।
স্বদেশী বাজার শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দির সরস্বতী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুপ্রদীপ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুগাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি শ্রী শংকর সাহা, স্বদেশী বাজার শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি এডভোকেট শ্রী অশোক সরকার সহ শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ, রামকৃষ্ণ মিশনের মহারাজ, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :