স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য মেলা সমাপ্ত


swadeshsangbad প্রকাশের সময় : জুন ১৮, ২০২৩, ৩:০৩ অপরাহ্ন / ৮৪
স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা সমাপ্ত হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ (কবি কন্ঠে কবিতা/ছড়া পাঠ/ কথাসাহিত্যিকদের ছোট গল্প উপন্যাস থেকে পাঠ/নাট্যকারদের নাটক থেকে পাঠ) অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার শতাধিক কবি সাহিত্যিক বৃন্দ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার কবি মাহমুদ আল মামুন এর স্বরচিত কবিতা ‘ভালোবাসার শুদ্ধ বীজ’ আবৃত্তির মাধ্যমে কবিতা পাঠ পর্বের সূচনা হয়। পর্যায়ক্রমে নেত্রকোণা জেলার কবি মানষ গুণ ‘শাশ্বত মুজিব, শেরপুর জেলার কবি তালিব মাহমুদ ‘অঙ্গীকার’ এবং জামালপুর জেলার কবি অজগর আলি ফকির ‘অতীতকাল’ কবিতা পাঠ করেন। শেরপুরের কবি সিনথিয়া শারমিন ‘আমার মুজিব, ময়মনসিংহের কবি রইছ মনোরম ‘ফিরে ফিরে দেখা’ ও ফাতেমা হক শিখা ছোট গল্প ‘মেঘ বালিকার আনন্দ ভ্রমণ’ পাঠ করেন। নেত্রকোণা জেলার কবি সাম্মি খান ‘বিশেষ শিশুর স্বপ্ন’ নামক কবিতা পাঠ করেন। বক্তৃতা শেষ বিভাগীয় পর্যায়ে কবি সাহিত্যিকদের নিয়ে এ বিভাগীয় সাহিত্য মেলার উদ্যোগে সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি মেলার সমাপনী ঘোষণা করেন।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, সরকারি আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মাকসুদুল আলম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন খান, কবি ফরিদ আহম্মেদ দুলাল, স্বাচিপ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা সহ বিভাগের ৪ জেলার কবি, সাহিত্যিক, লেখক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে যারা সাহিত্যচর্চা করেন তারা যাতে মূল ধারায় আসতে পারে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সাহিত্যমেলা আয়োজনের নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী উক্ত নির্দেশনার আলোকে মূল পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে ইতোমধ্যে বাংলা একাডেমি, জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় সাহিত্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়েছে।