হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ময়মনসিংহে মশাল মিছিল অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ২:২৭ অপরাহ্ন / ১২৪
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ময়মনসিংহে মশাল মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা ও মহানগরের নেতাকর্মী সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সুজিত বর্মন, এডভোকেট শ্রী প্রবীর মজুমদার, যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন দাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সকল জাতি ধর্ম বর্ণ মিলে মিশে আমরা শান্তিপূর্ন ভাবে বসবাস করছি। মহান স্বাধীনতা যুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও অংশ গ্রহণ করেছি, রক্ত দিয়েছি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি অসম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী। আমরাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন হচ্ছে না। নির্বাচন আসে সরকার প্রতিশ্রুতি দেয় আমাদের দাবিসমূহ অদ্যবধি বাস্তবায়িত হয়নি। আমাদের দাবিসমূহ বাস্তবায়িত নাহলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।