হোসেনপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ২:৫৪ অপরাহ্ন / ২০৪৪
হোসেনপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. কবির উদ্দিন, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম প্রমুখসহ অন্যান্যরা। তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এছাড়াও এতে উপজেলার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ স্টল সমূহকে পুরস্কার প্রদান করা হয়।