কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ৭:১৪ পূর্বাহ্ন / ১৭৮৫
কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের দুর্যোগ বিভাগের আয়োজনে ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপি’র সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজী ফারুক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ফায়ার সার্ভিস কর্মকর্তা এমদাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল মীম, দুর্যোগ বিভাগের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা উজ্জল রেমা, সুরেশ কৈরী, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও দুর্যোগ বিভাগের মনির হোসেন।