কলমাকান্দায় কপ-২৭ জলবায়ু সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলন


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:২৫ অপরাহ্ন / ১৪৪
কলমাকান্দায় কপ-২৭ জলবায়ু সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলন

কলমাকান্দা প্রতিনিধি ঃ নেত্রকোনার কলমাকান্দায় বেসরকারি উন্নয়ন ও গবেষনা সংস্থা বারসিকের উদ্যেগে সংস্থার মিলনায়তনে কপ-২৭ জলবায়ু সম্মেলন চলমান রেখে সংবাদ সম্মেলন হয়েছে। কলমাকান্দা উপজেলা সীমান্ত এলাকার পাহাড়ী বাড়িতে ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ ও অনুদান প্রদান, উদ্বাস্তু পরিবারের জন্য পরিবেশ বান্ধব টেকসই ঘর প্রদান বিশুদ্ধ খাবার পানি সংকট সমাধানে উদ্যেগ গ্রহন, বালি সহনশীল ফসলের জন্য বীজ সরবরাহ ও ভারত হতে নেমে আসার সীমান্ত চড়া (খাল) খনন করে বালির হাত থেকে কৃষি জমি রক্ষা করা ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের জীবন মান উন্নয়নের কার্যকর প্রকল্প গ্রহনের দাবি জানিয়ে উক্ত সংবাদ সম্মেলন হয়েছে। বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জন রেমা সংবাদ সম্মেলনে বর্ণিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় আদিবাসী নেতা জীবন হাজং ও সাবিনা রেমা, সহযোগী সমন্বয়কারী খাইরুল ইসলাম সহ এলাকার দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।