কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে ‘চ্যানেল আই’এর জন্মদিন পালিত


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ২:২৭ অপরাহ্ন / ১১৭
কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে ‘চ্যানেল আই’এর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার : “পচিঁশে উচ্ছাস লাল সবুজে বিশ্বাস” এই শ্লোগানকে সামনে রেখে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে চ্যানেল আই এর ২৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। রবিবার (০১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেল আই দর্শক ফোরাম এর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ও বাংলাদেশকে কৃষি নির্ভরতাকে এগিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে চ্যানেল আই। চ্যানেল আই আমাদের প্রাত্যহিক জীবনের প্রত্যকটি বিষয়বস্তুকে আলাদা আলাদা করে মানুষের কাছে তুলে ধরে। কৃষি ও মৎস্য খাতে উন্নয়নে চ্যানেল আইয়ের তথা সাইক সিরাজে গুরুত্বপূর্ন ভ’মিকা রয়েছে। এই চ্যানেল দেশে প্রান্তিক জনগোষ্টির বিভিন্ন চাহিদা তুলে ধরে ব্যাপক ভুমিকা রাখছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বস্তুনিষ্ট সংবাদ ও মান সম্মত অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সংবাদপত্রকে আমরা সমাজের দর্পণ হিসাবে মনে করি। দেশ ও জাতির স্বাথের্, সমাজ পরিবর্তনের সার্থে সঠিক ভাবে বিচার বিশ্লেষণ করে আপনার লেখনির মাধ্যমে তা তুলে ধরুন। এটির যেন অপপ্রয়োগ না হয়।
মেয়র আরো বলেন, আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নগর উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। নগর উন্নয়নের প্রত্যেকটি কাজে জনগণের সম্পৃক্ততা রয়েছে। জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন উন্নয়ন কাজই সঠিক ভাবে সম্পন্ন করা সম্ভব নয়। বর্তমানে আমরা অবর্জনা মুক্ত করতে অনেকটা সক্ষম হয়েছি। নগরীর ড্রেনেজ ব্যবস্থা নাজুক ছিল আমি দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিটি কর্পোরেশন হয়েছে বলেই আমরা বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরেই বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের উন্নয়নের গতি বাধাগ্রস্থ হয়েছে। এই প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরো বেশী উন্নয়ন আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। নগরীর যানজট নিরসন সর্ম্পকে মেয়র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। গত এক বছরে সিটি কর্পোরেশন কয়েকশ যানবাহন আটক করেছে। আমার কাছে অনেকেই সুপারিশ নিয়ে এসেছে আমি কাউকে ছাড় দেইনি। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি যদি কঠোর হতে পারি, সাহসী পদক্ষেপ নিতে পারি। তাহলে আপনারা সরকারী কর্মকর্তা আপনাদের ভয় কিসের। আমরা আপনাদের সকল প্রকার সাপোর্ট দিচ্ছি কিন্তু আমরা সে ধরনের প্রত্যাশিত ফল পাচ্ছি না। যানজট নিরসনে আমরা বিভিন্ন সিন্ধান্ত নিয়েছি কিন্তু সিন্ধান্তগুলো কেন বাস্তবায়ন হয় নাই সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কি কি সিন্ধান্ত নেওয়া হয়েছে তা কতটুকু কার্যকর হয়েছে, কতগুলো বাস্তবায়ন হয়েছে এগুলো আপনারা দেখবেন। আমরা চাই সকলের সক্রিয় অংশ গ্রহণ। এই নগরের ভিতরে সমস্যা সৃষ্টি হয় এবং সকল সমস্যার কথাই আমাদের শুনতে হয় কিন্তু সমস্যা নিরসনের জন্য আলাদা বিভাগ রয়েছে, সংস্থা রয়েছে। তাদের দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর স্টাফ রির্পোটার শেখ মহিউদ্দিন আহাম্মদ। চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি শাহাদাৎ হোসেন খান হীলুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত লায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্ঠা ড. শাহাবুদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, ময়মনসিংহ টেলিভশন রিপোর্টার্স ইউনিটি সভাপতি বাবুল হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহা, দৈনিক স্বদেশ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্ঠা এ এইচ এম মোতালেব, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজিব, প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্ঠা নারী উদ্যোক্তা আইনুন নাহার।