স্টাফ রিপোর্টার ঃ গতকাল ১৬ জুলাই (বুধবার) বিকালে জেলা বিএনপি’র কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সদস্য শাকির আহমেদ, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব। স্মরণ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া, ত্রিশাল, মুক্তাগাছা, গফরগাঁও ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুথান কোন একক দলের কৃত্বিত নয়। এই অভ্যুথান বাংলাদেশের সর্বস্তরের মানুষের। এই অভ্যুথানে বাংলাদেশ ছাত্রদলের ভূমিকা ছিল অন্যতম।
অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুথানে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আজিজুল হাকিম আজিজ।
আপনার মতামত লিখুন :