শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে-বিভাগীয় কমিশনার

রিপোর্টার / ১০৮ ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়ন করতে হলে প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগ দেশব্যাপী সম্প্রসারণ আবশ্যক। আজকের তরুণরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই । এ লক্ষ্যকে সামনে রেখে তরুণ উদ্ভাবকদের উৎসাহ ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে বুধবার (৩১মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ৩১ মে হতে ২ জুন পর্যন্ত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। মেলায় বিণিœ শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬টি স্টল খোলা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহেরবেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়ন করতে হলে প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগ দেশব্যাপী সম্প্রসারণ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বিজ্ঞানের বিকল্প নাই। আমাদের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। আজকের তরুণরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে কারিগরি শিক্ষার হার বারাতে হবে।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহছিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com