দীর্ঘ ছুটি চলাকালীন সময়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২২টি স্বাভাবিক প্রসব সম্পন্ন


swadesh sangbad প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন /
দীর্ঘ ছুটি চলাকালীন সময়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২২টি স্বাভাবিক প্রসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : গত ২৮ মার্চ/২৫ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটি চলাকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী সেবা যথারীতি চালু রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার ৮ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব পূর্ব, প্রসব কালীন, প্রসবোত্তর সেবাদান কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।
এ সময় ময়মনসিংহ জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৯ টি এবং ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ০৩ টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। নবজাতক ও মা সুস্থ আছেন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র গুলো নিয়মিত পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী সেবা, সাধারণ রোগী সেবা ইত্যাদি সেবাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদের দীর্ঘ ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। ছুটিকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মানুষের হাতের নাগালে জরুরী সেবা পৌঁছে দেয়ার জন্য ময়মনসিংহ জেলার সকল সেবা কেন্দ্রগুলো নিরবিচ্ছিন্ন সেবাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ছুটিকালীন সময়ে তৃণমূল পর্যায়ে জরুরী স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারাও খুশি।