ফুলবাড়িয়ায় প্রবাসী প্রতিবন্ধি আলমকে ঈদ উপহার দিলেন শিক্ষার্থী রিংকু


swadesh sangbad প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন /
ফুলবাড়িয়ায় প্রবাসী প্রতিবন্ধি আলমকে ঈদ উপহার দিলেন শিক্ষার্থী রিংকু

মো: আব্দুস ছাত্তার : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করতে দেশব্যাপী চলে উপহার ও শুভেচ্ছা বিনিময়। তারপরও সমাজের অনেক অসহায়, যারা মুখ ফোটে ভাষায় বলতে পারে না, অপরের কাছে হাত বাড়িয়ে চাইতে পারে না, তাদের খবর কয়জনেই বা রাখেন। কিছুদিন আগেও যে বা যারা অন্যজনকে বিলিয়ে দিতেন, আজ তারা নিতে রাজি, তবে মান সম্মানের ভয়ে তারা চাইতে পারতেছেন না। এমনি এক রেমিটেন্সযোদ্ধা আলমগীর হোসেন ওরফে আলম এর বাড়িতে বিশ^বিদ্যালয় (সম্ভাব্য) পড়–য়া শিক্ষার্থী কানিজ ফাতেমা রিংকু। রিংকু অপেক্ষা করতে ছিলেন, কোন মানবিক সংগঠন (দেশি/বিদেশি), মানবিক মানুষ তার খোঁজ খবর নেন কি না। শেষ পর্যন্ত কেউ যখন তার খোঁজ খবর ঐভাবে নেননি। তখন রিংকু ঈদে নিজের বাজেট থেকে ভাগ দিলেন আলমকে।
আলমগীর হোসেন আলম ছিলেন সৌদি প্রবাসী। দুর্ভাগ্যবশত, সৌদিতে এক সড়ক দুর্ঘটনায় তার দুই পা হারিয়ে এখন দিশেহারা। ঈদ উপহার পেয়ে আলম ও তার পরিবারের ছিল বাঁধ ভাঙা উল্লাস।
কানিজ ফাতেমা রিংকু বলেন, ঈদ সকলের জন্যই। তাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে তৃণমূল পর্যায় থেকে। আমি আমার পরিবার নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করব কিন্তু আমার প্রতিবেশি একেবারে ভালো থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। আলম ভাই কে ঈদ উপহার পেরে আমার অনেক ভালো লাগছে।