বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


swadeshsangbad প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২২, ৩:৩৮ অপরাহ্ন / ২৫৪
বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে যোগদানের পর প্রথমেই ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান। বুধবার (৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার, বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য্য সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ।