স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ” উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগষ্ট দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন “ক” শ্রেণির পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগে ১ম পর্যায়ে ০৬টি, ২য় পর্যায়ে ১৭টিসহ মোট ২৩টি উপজেলাকে প্রধানমন্ত্রী ইতিপূর্বে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেছেন। এ পর্যায়ে আরো ১০টি (ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও, মুক্তাগাছা, শেরপুর সদর, শ্রীবরদী, সরিষাবাড়ী ও ইসলামপুর) উপজেলাকে প্রধানমন্ত্রী আগামীকাল ০৯ আগষ্ট ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। একইসাথে ময়মনসিংহ ও শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিভাগীয় কমিশনার বলেন, আপনাদের সহযোগিতায় এবং সাথে নিয়ে স্মার্ট ময়মনসিংহ গড়তে চাই। সাধারণ জনগণের সেবা দেয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতার কোন কমতি নাই। গঠনমূলক সমালোচনা করবেন এবং সমাজের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। সর্ব প্রথম জাতির পিতা দেশের ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করে গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশব্যাপী গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ভ’মিহীনদের গৃহ প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ যা বিশ্বে বিরল। এই মহতী উদ্যোগের সফল দিকগুলো বিভিন্ন মিডিয়ায় ও সংবাদের মাধ্যমে প্রচারে ময়মনসিংহ বিভাগ ও জেলার সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন, রেজিস্ট্রেশনসহ সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। ময়মনসিংহ বিভাগে সর্বশেষ হালনাগাদ তালিকামতে মোট (ক-শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন মোট ১১,৫৯৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ০৯ আগষ্ট বুধবার সকাল ১০.০০ টায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) আরোও ১,৩০৮টি জমিসহ গৃহ উপকারভোগীর নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত ১৩৩৪টি গৃহের মধ্যে ৫৩৯টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ৮৬০টি পরিবারের মধ্যে ৬৫টি পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী আইনানুগভাবে আশ্রয়ণ প্রকল্পে খালি ঘর ও প্রথম পর্যায়ে বরাদ্দকৃত খালি ঘরে পুনর্বাসন করা হয়েছে। এ পর্যায়ে ৭৯৫টি পরিবারকে আগামী ০৯ আগস্ট গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৭৬টি, মুক্তাগাছা উপজেলায় ২৫২টি, গফরগাঁও উপজেলায় ৮৮টি, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৩টি, হালুয়াঘাট উপজেলায় ১৭৮টি, ধোবাউড়া উপজেলায় ৩৮টি গৃহ প্রদান করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০৯ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে ০৯ আগস্ট বুধবার স্থানীয়ভাবে ময়মনসিংহ জেলাধীন অবশিষ্ট ০৬টি উপজেলাসহ সকল উপজেলা সদরে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠান শুরু হবে।
প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী হাসান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :