মদনে শিশু ধর্ষণ মামলার আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৩, ১:২৮ অপরাহ্ন / ১৫৫
মদনে শিশু ধর্ষণ মামলার আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নেত্রকোণার মদনে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্তকে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১৪, ময়মনসিংহ। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ জুলাই রাতে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকা হতে মুল অভিযুক্ত আসামী তাইম (১৯), পিতা-মুরতুজ আলী, সাং-কাইটাইল, থানা-মদন, জেলা-নেত্রকোণা‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোণা জেলার মদন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, ঘটনার দিন গত ২৫ মে বিকালে ভিকটিমের মাতা ভিকটিমকে তাদের বসতঘরে একা রেখে বসতঘর সংলগ্ন গোসল খানায় গোসল করছিলো। সেই সুযোগে ভিকটিমের আপন চাচা মুল অভিযুক্ত আসামী তাইম ভিকটিম‘কে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে সু-কৌশলে কাইটাইল সাকিনস্থ বাদীর বসতঘর সংলগ্ন অভিযুক্ত আসামী তাইম এর চৌচালা টিনশেড বসতঘরের চৌকির উপর ভিকটিম‘কে রাখিয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এরই প্রেক্ষিতে, ধর্ষণকারীর বিরুদ্ধে ভিকটিমের পিতা মোঃ দিলোয়ার মিয়া বাদী হয়ে গত ২৭ মে, ২০২৩ খ্রি তারিখ মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।