ময়মনসিংহে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন /
ময়মনসিংহে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হলো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এর ডে অবজারভেশন প্রোগ্রাম।
মঙ্গলবার (১৩ মে) সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশনের আয়োজন এবং নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার আয়োজন। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সাবেক খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশ শিশু সুরক্ষায় কিভাবে ভূমিকা রাখছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন ক্রীড়া কর্মকান্ড তুলে ধরা হয়। ভবিষ্যতে ইউনিসেফ বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে আরো কর্মকান্ড বাড়ালে তৃনমূলের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি মাদকাশক্তী থেকে দূরে থাকা, মোবাইল আশক্তি দূর হওয়াসহ শারীরিক ভাবে সুস্থ থাকায় বেশি সুযোগ তৈরি হবে বলে মনে করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।