ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ২:২৯ অপরাহ্ন / ২৫৪
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩/২০২৪খ্রি. এর আওতায় (অনুর্ধ্ব-১৫) বছরের বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মযমনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
এসময় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লায়ন মোঃ মনিরুজ্জামান সহ জেলা উপজেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হ্যান্ডবল চুরান্ত প্রতিযোগিতায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৩-০ গোলে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয়েছে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল। খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।