স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের ১ সদস্য গ্রেফতার। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী টোল প্লাজার সামনে হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর কতিপয় মোটরসাইকেল চোরদলের সদস্যরা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ আফজাল (২৩), পিতামৃত-জুবেদ আলী, সাং-দেওপুর কাজলাহাটি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করেন এবং আসামীর দখল হতে ১টি লাল কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- উঐতঈউই৫৮১২০, যাহার চেসিস নং-গউ২অ১১ঈত৬উঙই৪২২৯১ মূল্য অনুমান ১.০০,০০০/-(এক লক্ষ)টাকা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :