স্টাপ রিপোর্টার : ময়মনসিংহ প্রেসক্লাবের প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এ কালাম স্মরণে শুক্রবার (৩ মার্চ) সন্ধায় মযমনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহম্মেদ, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মোঃ বাবুল হোসেন, আব্দুল হাসিম, আতাউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুজ্জামান টিটু, হারুন অর রশিদ, হোসাইন শাহীদ, এস এ কালামের সহধর্মীনি হাজেরা খাতুন, ছেলে সফিউল আহম্মেদ সুমন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়। এসময় ক্লাব সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা এস এ কালাম স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং মরহুমের আতœার রুহের মাগফেরাত কামনা করে দোয় অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য আদিলুজ্জামান আদিল।
আপনার মতামত লিখুন :