রাতের আধারে ঈদ উপহার নিয়ে অসহায়দের দরজায় একতা শক্তি যুব সংঘ


swadesh sangbad প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন /
রাতের আধারে ঈদ উপহার নিয়ে অসহায়দের দরজায় একতা শক্তি যুব সংঘ

মো: আব্দুস ছাত্তার : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফুলবাড়িয়ায় রাতের আধারে ঈদ উপহার নিয়ে অসহায়দের দরজায় একতা শক্তি যুব সংঘ এর স্বেচ্ছাসেবীরা। সঠিক স্থানে অসহায়দের মনজয় করতে তাদের এমন ভিন্নধর্মী আয়োজনে অনেক খুশি ভোক্তভোগিরা। এরাতে তারা শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনিগুড়া চাল, তেল, চিনি, সেমাই, নুডলস, দুধ, রেডিমিক্স মসলা ও সাবান। এছাড়া, এতিম শিশুদের জন্য বিশেষভাবে শপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ খানের নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া, কার্যকরী পরিষদের সদস্য মিনহাজ ইসলাম নিশাদ, শাহরিয়ার কবির শান্ত, রাকিবুল ইসলাম রাকিব, আশরাফুল সহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।
এর আগে সংগঠনটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইফতার সামগ্রী বিতরণ করে উপজেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করে।