রঞ্জন মজুমদার শিবু : “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে পেশাজীবী পরিবহণ শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রবিবার সকালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন বাস স্ট্যান্ডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সেনানিবাসের অধিনায়ক ১৩ বীর লেঃ কর্নেল হাসান হাফিজুল হক। তিনি বলেন, গাড়ীর চালক, শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একে অপরের প্রতি সন্মানবোধ থাকতে হবে। এক অপরের প্রতি ভালো ব্যবহার ও সন্মান দিয়ে কথা বলা প্রয়োজন। সময় এসেছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নিজেকে বদলাতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আসুন একটি ভালো কাজ দিয়ে শুরু কনি। সেনাবাহিনী আপনাদের পাশে আছে।
মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম এর সভাপতিত্বে বাংলাদেশ সেনাবাহিনির পৃষ্ঠপোষকতায়, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে এবং ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, ময়মনসিংহ ও বিআরটিএ, ময়মনসিংহ সার্কেল এর সহযোগিতায় কর্মশালায় বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম, মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু সাঈদ, মহাসচিব আব্দুর রব আকন্দ ( রতন আকন্দ), ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন কোচ বিভাগের সম্পাদক শহীদুল আমিন খসরু ও বাস বিভাগের সম্পাদক রফিকুল আলম শামীম। এসময় জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ গাড়ির চালক, শ্রমিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :