খেলাধুলায় সুন্দর মনের জাগ্রত হয় ও সম্প্রীতি বাড়ে-অতিঃ বিভাগীয় কমিশনার


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ২:৫৬ অপরাহ্ন / ২৭৫
খেলাধুলায় সুন্দর মনের জাগ্রত হয় ও সম্প্রীতি বাড়ে-অতিঃ বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২২/২৩ এর আওতায় (অনূর্ধ্ব-১৬) বছরের বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চুড়ান্ত প্রতিযোগিতায় নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়-বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে জয়লাভ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সুন্দর মনের জাগ্রত হয়। এতে মন ভালো থাকে এবং সম্প্রীতি বাড়ে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাস ঘটে। যতবেশী খেলবে তত বেশী ভালো থাকবে। সুন্দর দেশ গড়তে আমাদের ভালো মানুষ হতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামছুন্নাহার বেগম। খেলা পরিচালনা করেন মালেকা পারভিন ও মাহবুবুল আলম রতন। এসময় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।