ময়মনসিংহে সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী


swadesh sangbad প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ন /
ময়মনসিংহে সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার ঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত ২১ এপ্রিল ২০২৫ থেকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফুটবল ও লেডিস ক্লাব মাঠে অ্যাথলেটিক্স ও ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছিলো অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণ। প্রতিটি ইভেন্টে ৪০ জন করে বালক/বালিকা অংশ নেওয়ার সুযোগ পায়। ২১টি সেশনের এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মো: আব্দুস সামাদ কাজল, মো: এমদাদুল হক (টুটুল), ফুটবল কোচ মো: মনোয়ার হোসেন মনির অ্যাথলেটিক্স কোচ সোহেল রানা, মো: আতিকুর বাশার ও মো: মাহবুবুর আলম রতন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা অংশ নিবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের এর ময়মনসিংহ বিভাগীয় দলের বাছাইয়ে। এছাড়া ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় বাছাইয়ে সুযোগ পাবে প্রশিক্ষণে অংশ নেওয়া অ্যাথলেট ও সাঁতারুরা।