স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি ময়মনসিংহ সদরের আয়োজনে কোর্স সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে নগরীর কাচারীঘটস্থ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে এ সার্টিফিকেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রশিক্ষণ শেষে সকলে যে, চাকুরী করবে এটা কিন্তু সম্ভব হবে না, তবে সকলে চেষ্টা করলে আয় করার একটি পথ অবশ্যই তোমরা পেয়ে যাবে যা দেশ ও সমাজকে আলোকিত করবে। পরিশেষে তিনি এই ধরনের কর্মসুচির জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাজনীন সুলতানা, ডিভিশনাল ম্যানেজার( জঅট) সিলেট, রিপন চন্দ্র মন্ডল, এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম রফিকুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিপি এরিয়া ম্যানেজার মোঃ মফিজুর রহমান। ৪ টি ট্রেডে মোট ৪৮ জন শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :