খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে – গণপূর্ত প্রতিমন্ত্রী


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৩:১৭ অপরাহ্ন / ২০৮
খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে – গণপূর্ত প্রতিমন্ত্রী

রঞ্জন মজুমদার শিবূ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ( অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বালক ময়মনসিংহ জেলা দল ট্রাইব্রেকারে ৩-২ গোলে নেত্রকোণা জেলা দলকে পরাজিত করে জয়লাভ করে। অপরদিকে বালিকা নেত্রকোণা জেলা দল ১-০ গোলে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে জয়লাভ করে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি। এসময় তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। তাহলে সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ কমে আসবে। তিনি আরো বলেন, এই খেলার মাধ্যমে অনেক ভাল খেলোয়াড় তৈরী হবে এবং জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নারী ফুটবলারদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও এগিয়ে যেতে হবে।
বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। জেলা ক্রীড়া অফিসার মোঃ আবদুল বারী, ময়মনসিংহ ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশনের নতৃবৃন্দ ও ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন তামিল হোসেন মানিক, সাইদ হোসেন মামুন, মোঃ জিয়াউল হক শাহীন ও সুলতান আহম্মেদ। আজ রবিবার (২০ নভেম্বর) জামালপুর ও শেরপুর জেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।