স্টাফ রিপোর্টার : এফবিসিসিআই ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর উদ্যোগে ৪ হাজার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাচারিঘাটস্থ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করেন এফবিসিসিআই সহ-সভাপতি ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি। এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এফবিসিসিআই ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি কিছুটা পাশে থাকার চেষ্টা করছি। এমনি ভাবে সরকারের পাশাপাশি বিত্তবান, বেসরকারী সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও সামর্থ অনুযায়ী অসহায, দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। তাহলে শীতার্ত মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।
এসময় চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমনাথ সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :