স্টাফ রিপোর্টার : “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর শ্রী শ্রী দশভুজা বাড়ী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক সরোজ কান্তি সাহা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, মহানগর শাখার যুব বিষয়ক সম্পাদক ত্রিদ্বীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :