জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে নগরীর মদন বাবু রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন জাসদ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এসময় জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান তাপস, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, ওয়াহেদুজ্জামান খান, পারভেজ শাহ নেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :