বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন / ১৩৪
বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সমাপনী অনুষ্ঠান শেষে মেলা উদ্ভাবনী কার্যক্রম গ্রহণের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিভাগীয় কমিশনার বলেন, উদ্ভাবন একটি গুরুত্বপূর্ন বিষয়। বাংলাদেশের বিভিন্ন দপ্তরে ডিজিটাল সেবা উদ্ভাবন হয়েছে বলেই আমরা ভালো সুফল পাচ্ছি। এখন ঘরে বসেই অনেক কাজ অতি সহজে করতে পারছি। তিনি আরো বলেন, যে কোন ক্ষেত্রে বা ভালো বিষয়ে আমরা যদি উদ্ভাবন করতে পারি সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে সমাজের সব জায়গায় এটি স্বস্তি এনে দিতে পারে। আসুন আমরা ইনোভেটিব হই এবং জনগণের সেবা নিশ্চিত করনে কাজ করি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম, জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।