বাংলাদেশের সর্ববৃহৎ, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ-ইকরামুল হক টিটু


swadeshsangbad প্রকাশের সময় : জুন ২৪, ২০২৩, ২:০৮ অপরাহ্ন / ১৬৮
বাংলাদেশের সর্ববৃহৎ, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ-ইকরামুল হক টিটু

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের যা অর্জন, তা এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে। তিনি আরো বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পরই বাংলাদেশ আওয়ামী লীগ ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাঙালির মায়ের ভাষার অধিকারকে রক্ষা করেছে। এরপর বাঙালির মুক্তির জন্য প্রতিটি আন্দোলন, লড়াই, সংগ্রামে নেতৃত্ব দিয়ে ১৯৭১ এ আমাদের প্রাণের দাবি স্বাধীনতাকে এনে দিয়েছে বঙ্গবন্ধু তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র যখন দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলো তখন জননেত্রী শেখ হাসিনা গণ মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম এখন তেমনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে সকল প্রতিবন্ধকতা রুখে দিয়ে বাংলাদেশকে উন্নত বাংলাদেশের কাতারে নিয়ে যেতে হবে।
তিনি আরও মন্তব্য করেন, দেশের উন্নয়নকে অব্যহত রাখতে হলে নৌকার জয় অপরিহার্য। তাই নৌকার জয়ের জন্য সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যেতে হবে।
সমাবেশ এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন সহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। সমাবেশ শেষে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগলরি প্রধান প্রধান সড়ক ঘরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।